ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

জাম্বিয়ার প্রেসিডেন্ট মাইকেল সাতা মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৩, অক্টোবর ২৯, ২০১৪
জাম্বিয়ার প্রেসিডেন্ট মাইকেল সাতা মারা গেছেন জাম্বিয়ার প্রেসিডেন্ট মাইকেল সাতা

ঢাকা: লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন জাম্বিয়ার প্রেসিডেন্ট মাইকেল সাতা। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

মঙ্গলবার জাম্বিয়ার প্রেসিডেন্টের মৃত্যু হয় বলে বুধবার এক বিবৃতিতে জানান জাম্বিয়া সরকারের কেবিনেট সচিব রোল্যান্ড সিসকা।

মৃত্যুর সময় স্ত্রী ক্রিস্টিন কাসেবা এবং পরিবারের অন্য সদস্যরা ৭৭ বছর বয়সী প্রেসিডেন্টের শয্যাপাশে উপস্থিত ছিলেন।

গত ১৯ অক্টোবর চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে সপরিবারে দেশত্যাগ করেন মাইকেল সাতা।

বাংলাদেশ  সময়: ১৪৪৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।