ঢাকা: বিক্ষোভে টালমাটাল পশ্চিম আফ্রিকার দেশ বার্কিনা ফাসো। বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে আগুন জ্বালিয়ে দিয়েছে।
সম্প্রতি ২৭ বছর ধরে ক্ষমতায় থাকা দেশটির প্রেসিডেন্ট ব্লেইজে কমপাওরের শাসনের মেয়াদ বৃদ্ধির প্রতিবাদে ফুঁসেছে প্রতিবাদকারীরা।
খবলে বলা হয়, প্রেসিডেন্টের মেয়াদ বৃদ্ধির জন্য পার্লামেন্টে সংবিধান পরিবর্তন হতে পারে। এজন্যই পার্লামেন্টে হামলা করেছে বিক্ষোভকারীরা।
বিবিসি জানায়, দেশটির রাজধানীতে অবস্থিত ক্ষমতাসীন দলের সদরদপ্তর ও সিটি হলে আগুন জ্বলতে দেখা গেছে। বার্কিনা ফাসোর সেনারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে।
১৯৮৭ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় বসেন কমপাওরে। এরপর থেকে চারবার বিতর্কিত নির্বাচনে জয়লাভ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৪