ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আল-আকসা ফের খুলে দিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪
আল-আকসা ফের খুলে দিয়েছে ইসরায়েল

আল-আকসা মসজিদ খুলে দিয়েছে ইসরায়েল। কম্পাউন্ডে গুলি চালানোর ঘটনার পর বুধবার দিনের শেষভাগে মসজিদটি বন্ধ করে দেওয়া হয়।

পরে বৃহস্পতিবার মসজিদ কম্পাউন্ড ফের খুলে দেওয়ার ঘোষণা দেয় ইসরায়েল কর্তৃপক্ষ।

মুয়াতাজ হিজাজি নামে এক ফিলিস্তিনি এহুদা গ্লিক নামে ইহুদি এক অ্যাক্টিভিস্টকে লক্ষ্য করে গুলি চালান। এসময় পুলিশ গুলি চালালে নিহত হন মুয়াতাজ হিজাজি। এতে ফিলিস্তিনি বিক্ষোভকারী ও ইসরায়েলি দাঙ্গা পুলিশের মধ্যে সংঘর্ঘ ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই মসজিদ কম্পাউন্ড বন্ধ ঘোষণা করা হয়। কর্তৃপক্ষ ‍অবশ্য তখনই বলেছিলো এটি সাময়িক সিদ্ধান্ত।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র জেন পিসাকি অবশ্য এর পরপরই এক বিবৃতিতে মসজিদটি খুলে দেওয়ার আহ্বান জানান। মার্কিন মুখপাত্র অবশ্য এহুদা গ্লিক নামে ওই ইসরায়েলি-আমেরিকানের ওপর গুলি চালানো ঘটনায় নিন্দাও জানান।

বৃহস্পতিবার মসজিদটি আবার নামাজ আদায়ের জন্য খুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময় ১৫১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।