ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তুমুল বিক্ষোভের মুখ

বারকিনা ফাসোর প্রেসিডেন্টের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪
বারকিনা ফাসোর প্রেসিডেন্টের পদত্যাগ ব্লেস কমপাওরে

ঢাকা: তুমুল বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হলেন ‍বারকিনা ফাসোর প্রেসিডেন্ট ব্লেস কমপাওরে। পদত্যাগ করে তিনি রাজধানী ওয়াগুডুগুও ছেড়ে গেছেন।



বারকিনা ফাসোর সেনাবাহিনী ও সংশ্লিষ্ট ‍সূত্রের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো শুক্রবার সন্ধ্যায় এ খবর জানিয়েছে।

কমপাওরের পদত্যাগে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে কে থাকছেন-এ ব্যাপারে কিছু জানা না গেলেও বলা হচ্ছে, পার্লামেন্টের স্পিকার এ দায়িত্ব পালন করবেন।

শুক্রবার সেনা সদরদফতরের সামনে বিক্ষোভে জড়ো হওয়া হাজারো জনতার উদ্দেশে সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল বৌরেইমা ফার্তা বলেন, আজ থেকে কমপাওরে ক্ষমতায় থাকছেন না।

স্থানীয় খ্যাতনামা সাংবাদিক ও আরটিবি চ্যানেলের সাবেক এডিটর-ইন-চিফ বলেন, কমপাওরে শুক্রবারই রাজধানী ছেড়ে গেছেন।

তবে, তিনি কোথায় গেছেন এ ব্যাপারে স্পষ্ট কিছু জানা যায়নি।

এখন রাষ্ট্র পরিচালনার পরবর্তী সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে সেনাবাহিনী এবং শুক্রবারই এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে তারা।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।