ঢাকা: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে উপজাতি অধ্যুষিত ওরাকজাই এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে জঙ্গিরা। এতে নিরাপত্তা বাহিনীর চার সদস্যসহ অন্তত ২৪ জন নিহত হয়েছে।
শনিবার আফগানিস্তানের সীমান্তবর্তী কেন্দ্রশাসিত ওরাকজাইয়ে কয়েক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনায় নিরাপত্তা বাহিনীর আরও তিন সদস্য আহত হন।
কর্মকর্তাদের উদ্ধৃত করে দেশটির সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, উত্তর ওয়ারিজিস্তান ও খাইবারে জঙ্গিদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান শুরু হওয়ার পর এ সংঘর্ষের খবর এলো।
নিহত জঙ্গিরা কোনো গোষ্ঠীর এ ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি। তবে, তালেবান ও আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠীগুলোর শক্ত ঘাঁটি হিসেবে ওরাকজাইয়ের পরিচিতি রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৪