ঢাকা: মহাকাশ পর্যটন যান ভার্জিন গ্যালাকটিক বিধ্বস্ত হওয়া সত্ত্বেও মহাকাশে পর্যটন কার্যক্রম বজায় রাখার অঙ্গীকার করলেন ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা ব্রিটিশ ধনকুবের স্যার রিচার্ড ব্রানসন।
শুক্রবার(৩১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মোজাভে মরুভূমিতে পরীক্ষামূলক উড্ডয়নের সময় বিধ্বস্ত হয় মহাকাশ পর্যটন যান ভার্জিন গ্যালাকটিকস স্পেসশিপ-২।
এ ঘটনায় দুঃখ প্রকাশ এবং হতাহত পাইলটদের প্রতি প্রতি সমবেদনা প্রকাশ করে ভার্জিন গ্রুপের মালিক বলেন, এ ঘটনায় তিনি ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হলেও মহাকাশ পর্যটনে তার প্রতিষ্ঠানের উদ্যোগ অব্যাহত থাকবে।
গ্যালাকটিক স্পেসশিপ-২ যানটি বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। তবে উড্ডয়নের প্রাক্কালে পৃথিবীর বায়ুমন্ডল ছাড়ার সময় যানটিতে গুরুতর কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে বলে সংবাদসম্মেলনে জানিয়েছে ভার্জিন গ্রুপ।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৪