ঢাকা: রাস্তার ভিক্ষুককে দুই পেন্স দান করা নিয়ে ব্রিটেনের লেবার পার্টি নেতা অ্যাডওয়ার্ড মিলিব্যান্ড সমালোচনার মুখে পড়েছেন। বছরে ১ লাখ ৩০ হাজারের পেন্সের বেশি বেতন পেয়ে যিনি মাত্র ২ পেন্স দান করেন তার জনসেবার মানসিকতার নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
একজন টুইটারে লিখেছেন, মিলিব্যান্ড যে কাজের জন্য বের হয়েছেন, তার মূল্য ২ পেন্সের চেয়েও কম।
শুক্রবার ম্যানচেস্টারে একটি অনুষ্ঠানে ভাষণ দিতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
ডেইলি মেইল জানায়, স্কার্ফপড়া গৃহহীন ওই নারী ভিক্ষুককে প্রথমে দেখেও না দেখার ভান করেন মিলিব্যান্ড। তারপর যখন বুঝতে পারেন তার সঙ্গে ফটোগ্রাফার আছেন তখন খানিকটা দূরে গিয়েও পেছনে ফিরে এসে ভিক্ষুকের কাপে পয়সা রাখেন।
চলতি বছর এমন তৃতীয়বারের মতো ‘ঠুনকো’ বিষয়ে সমালোচনার পড়লেন মিলিব্যান্ড। এর আগে স্যান্ডউইচ খাওয়ার চেষ্টা ও ভাষণে বাজেট ঘাটতির বিষয়টি এড়িয়ে যাওয়ার কারণে কঠোর সমালোচনার মুখে পড়েন তিনি।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৪