ঢাকা: নাইজেরিয়ার অপহৃত ২১৯ স্কুলছাত্রীকে বিয়ে দিয়েছে বোকো হারাম। তারা এখন শ্বশুরবাড়িতে নিজেদের স্বামীর সঙ্গে।
গত এপ্রিল মাসে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় চিবুক থেকে এসব স্কুলছাত্রীকে অপহরণ করে নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারাম। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এই ঘটনা।
এসব স্কুল ছাত্রীকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করে তাদের বিয়ে দেয়া হয়েছে বলে ভিডিও বার্তায় উল্লেখ করেন শেকাউ।
ভিডিও বার্তায় শেকাউ বলেন, ‘তোমরা কি জানো না চিবুকের স্কুল ছাত্রীরা ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছে। এমনকি তারা এখন কোরআনের দুই পারাও স্মরণ রাখতে পারে। তাদের বিয়ে দেয়া হয়েছে। তারা এখন তাদের শ্বশুর বাড়িতে।
অবশ্য এর আগে প্রকাশিত এক বিবৃতিতে ওই স্কুলছাত্রীদের বিক্রি করে দেয়ার হুমকি দিয়েছিলেন শেকাউ। আবার কারাগারে বন্দি বোকো হারাম জঙ্গিদের বদলি হিসেবেও তাদের ছেড়ে দেয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
যুদ্ধবিরতির খবর নাকচ
নাইজেরিয়া সরকারের সঙ্গে যুদ্ধবিরতিতে উপনীত হওয়ার খবরকে উড়িয়ে দিয়েছেন বোকো হারাম প্রধান আবুবাকার শেকাউ। ইতোপূর্বে দেয়া নাইজেরীয় সরকারের এ সংক্রান্ত বক্তব্যকেও মিথ্যা বলে অভিহিত করেন তিনি।
এর আগে গত ১৭ অক্টোবর বোকো হারামের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছার কথা জানিয়েছিলো নাইজেরিয়ার সামরিক সূত্রগুলো।
পাশাপাশি অপহৃত বালিকাদের মুক্ত করতেবোকো হারামের সঙ্গে নাইজেরীয় সরকার একটি চুক্তিতে পৌঁছেছে বলেও জানিয়েছিলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথনের একজন ঊর্ধ্বতন উপদেষ্টা।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৪