ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দ্বন্দ্বের পর

সেনা সমর্থন পেলেন বার্কিনা ফাসোর নয়া রাষ্ট্রপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৪
সেনা সমর্থন পেলেন বার্কিনা ফাসোর নয়া রাষ্ট্রপ্রধান ছবি: সংগৃহীত

ঢাকা: কয়েক ঘণ্টা আলোচনার পর শেষ পর্যন্ত প্রেসিডেন্সিয়াল গার্ডের সেকেন্ড ইন কমান্ড কর্নেল ইসাক জিদাকেই বার্কিনা ফাসোর অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপ্রধান হিসেবে সমর্থন দিল দেশটির সেনাবাহিনীর শীর্ষ পরিষদ।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যার কিছুক্ষণ আগে এক বিবৃতিতে এ সমর্থনের কথা জানায় সেনা সদরদফতর।



এর আগে, শুক্রবার প্রেসিডেন্টের পদত্যাগের পর নিজেকে রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা দেন সেনাপ্রধান জেনারেল হনোর ট্রাওর। এরপর শনিবার সকালে নিজেকে রাষ্ট্রপ্রধান বলে ঘোষণা দেন ইসাক জিদা। এই পরিস্থিতিতে গভীর সংকটের আশঙ্কায় ভুগতে থাকে পশ্চিম আফ্রিকার দেশটির জনগণ।

সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের পদত্যাগের পর সিনেটের সভাপতি (স্পিকার) দায়িত্ব নেওয়ার কথা থাকলেও এ পদ দখলে নামে খোদ সেনাবাহিনীই। আর সেনাবাহিনীর দ্বন্দ্বে সমূহ বিপদের শঙ্কায় ভোগে বার্কিনা ফাসো।

শেষ পর্যন্ত ইসাক জিদাকেই সেনাবাহিনী রাষ্ট্রপ্রধান বলে সমর্থন দেওয়ায় আপাত সংকটের শঙ্কা কেটেছে। কিন্তু জিদা পদত্যাগী প্রেসিডেন্ট কমপাওরের আস্থাভাজন বলে নতুন শঙ্কা জাগছে আন্দোলনকারী বিরোধী দলগুলোর মধ্যে।

তবে, এ ব্যাপারে এখনও কোনো পক্ষ মুখ খোলেনি।

১৯৮৭ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসে ২৭ বছর শাসন করা প্রেসিডেন্ট কমপাওরে তার ক্ষমতার মেয়াদ বৃদ্ধির উদ্যোগ নেওয়ায় চলতি সপ্তাহের শুরুতে বিক্ষোভে নামে সরকারবিরোধীরা। কয়েক হাজার বিক্ষোভকারী ৩০ অক্টোবর সকালে পার্লামেন্ট ভবন, সরকারি দলের প্রধান দপ্তর ও রাষ্ট্রীয় টেলিভিশন দপ্তরে হামলা চালায়। পার্লামেন্টে ঢুকে আগুন ধরিয়ে দিয়ে লুটপাটও করে। তছনছ করে টেলিভিশন ভবনও।

বিক্ষোভ ঠেকাতে ৩০ অক্টোবর রাতে জরুরি অবস্থা জারি করে সংসদ ভেঙে দেন প্রেসিডেন্ট। এরপর দেশব্যাপী বিক্ষোভ আরও জোরদার হয়।

সহিংসতায় অন্তত ৩০ জন নিহত ও শতাধিক আহত হন বলে দাবি করেন বিরোধী দলের শীর্ষ নেতা বেনেওয়েন্ডা সাঙ্কারা।

এই পরিস্থিতিতে কমপাওরে মেয়াদ বৃদ্ধির উদ্যোগ থেকে পিছু হটলেও ২০১৫ সাল পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের ঘোষণা দেন। কিন্তু তার এ ইচ্ছাও প্রত্যাখ্যান করে বিক্ষোভকারীরা।

প্রেসিডেন্টের পদত্যাগের দাবি জানিয়ে ৩১ অক্টোবর বিকেলেও জনগণকে সরকারি স্থাপনা দখলের আহ্বান জানান বিরোধী দলের নেতা জেফিরিন ডায়াবের।

এর কয়েক ঘণ্টা পর টেলিভিশন ও রেডিওতে দেওয়া ভাষণে কমপাওরে বলেন, তিনি এখনও রাষ্ট্রপ্রধান এবং তিনি পদত্যাগ করবেন না।

তবে, তারও কয়েক ঘণ্টা পর আন্তর্জাতিক ও সেনাবাহিনীর চাপের মুখে ৩১ অক্টোবর সন্ধ্যার আগে পদত্যাগের ঘোষণা দিয়ে বিবৃতি দেন কমপাওরে।

প্রেসিডেন্টের পদত্যাগের কথা সংবাদ মাধ্যমগুলোতে প্রচারের পর রাজধানী ওয়াগুডুগুসহ বার্কিনা ফাসোজুড়ে উল্লাসে মাতেন সরকারবিরোধী রাজনীতিক কর্মীরা।

প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণায় সন্তোষ প্রকাশ করে বিরোধী নেতা জেফিরিন ডায়াবের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সেনাবাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।