ঢাকা: আফগানিস্তানের গুরুত্বপূর্ণ কান্দাহার প্রদেশের ডেপুটি গভর্নর আবদুল কাদিম পত্তালকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা।
রোববার বিকেলে প্রদেশের কান্দাহার ইউনিভার্সিটির একটি শ্রেণীকক্ষে জানালা দিয়ে গুলি করে তাকে হত্যা করা হয়।
প্রদেশের মুখপাত্র শামীম খপোলওয়াক সাংবাদিকদের জানান, ইউনিভার্সিটির শ্রেণীকক্ষে অবস্থানকালে জানালা দিয়ে তাকে লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোঁড়ে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা। এতে গুরুতর আহত কাদিম পত্তালকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৩২ বছর বয়সী কাদিম পত্তাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য কান্দাহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলেন।
প্রাদেশিক ডেপুটি গভর্নরকে গুলি করে হত্যার ঘটনার নিন্দা জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি। একইসঙ্গে কাদিম পত্তালের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন তিনি।
এ হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে সরকারের কর্মকর্তাদের হত্যার জন্য বরাবরই তালেবান জঙ্গিদের দায়ী করা হয়ে থাকে।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৪