ঢাকা: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ইউবে প্রদেশে আশুরা উপলক্ষ্যে শিয়া সম্প্রদায়ের একটি জমায়েত লক্ষ্য করে বোমা হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১১ জন।
সোমবার ইউবের পটিসকুম নগরীতে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের ধরণ সম্পর্কে জানা যায়নি। হামলার দায়ও কেউ স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারাম এই হামলার জন্য দায়ী। নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই বোকো হারামকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।
এর আগে বোকো হারাম দমনে ইউবে প্রদেশে জরুরি অবস্থা জারি করে নাইজেরীয় সরকার। সেখানে বোকো হারামের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে দেশটির সামরিক বাহিনী।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৪