ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা’ নেই ওবামার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৪
‘রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা’ নেই ওবামার বারাক ওবামা

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তার ‘কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই’ এবং নিজ মেয়াদের বাকি দুই বছরে যুক্তরাষ্ট্রের জনগণের জন্য কিছু করতে পারাই তার ‘একমাত্র লক্ষ্য’।   

বুধবার (৫ নভেম্বর) ওয়াশিংটনের হোয়াইট হাউজের ইস্ট রুমে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর দিন এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।



এদিকে গত মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী এ নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষেরই দখল নিয়েছে রিপাবলিকানরা। এর ফলে কোণঠাসা হয়ে পড়লেন ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট ওবামা। তবে নির্বাচনে পরাজয়ের কোনো কারণ তিনি বর্ণনা করেননি।

এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের ওবামা বলেন, আপনাদের কাজই হচ্ছে রাজনৈতিক বিশ্লেষণ করা। তবে এটা সত্য যে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।   তাই এই শহরের জনগণ অন্য যে কারো থেকে আমার কাছে সবচেয়ে বেশি জবাবদিহিতা ও দায়িত্ব পালনের বিষয়ে জানতে চাইবে।

যুক্তরাষ্ট্রের চলমান রাজনৈতিক অচলাবস্থা থেকে উত্তরণে সিনেটের নতুন রিপাবলিকান নেতৃবৃন্দের সঙ্গে একত্রে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা।  

নিজ মেয়াদের বাকি দুই বছর যতটা সম্ভব ফলপ্রসু করতে নতুন কংগ্রেসের সঙ্গে একত্রে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি নিশ্চিত যে, কংগ্রেস এমন কিছু বিল পাশ করাতে চাইবে যেটি আমি স্বাক্ষর করতে পারবো না। আবার আমি এমন কিছু করতে চাইবো যেটা কংগ্রেস পছন্দ করবে না। এটা‌ই স্বাভাবিক এবং এভাবেই গণতন্ত্র এগিয়ে যায়।

এর আগে বুধবার ম্যাক কনেলও সিনেটকে অধিক কার্যকরী করতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।   তিনি বাণিজ্য চুক্তি, কর সংস্কার ও অন্যান্য বিষয়ে ওবামার সঙ্গে একত্রে কাজ করারও আগ্রহ দেখান।  

যুক্তরাষ্ট্র ইসলামিক স্টেটের (আইএসআইএস) বিরুদ্ধে বিজয়ী অবস্থানে আছে কি-না এমন প্রশ্নের উত্তরে ওমাবা বলেন,  ‘আমি মনে এটা এখনও বলার সময় আসেনি। এটার একটা দীর্ঘমেয়াদী সমাধান খুবই গুরুত্বপূর্ণ। সিরিয়ায় কি ভুল হয়েছে সে বিষয়ে ব্যাপক আকারে সমাধানের বিষয়ে কোনো চেষ্টা যুক্তরাষ্ট্র করছে না।

তবে ওবামা সিরিয়া ইস্যুতে রিপাবলিকানদের সঙ্গে একত্রে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।

** কংগ্রেসের উভয় কক্ষেই কোণঠাসা ওবামা

বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৪/০৫১৬ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।