ঢাকা: আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির কাছে একটি গোপন চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধে উভয় দেশের স্বার্থের বিষয় তুলে ধরা হয়েছে বলে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে।
সংবাদ মাধ্যমটি জানায়, ইরানের চলমান পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতার সম্ভবনার বিষয়টিও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
আইএসের বিরুদ্ধে চলমান যুদ্ধের ক্ষেত্রে পরস্পরের সহযোগিতার বিষয়ে ২৪ নভেম্বরের মধ্যে ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আমেরিকার রাষ্ট্রপ্রধান জোর দিয়েছেন চিঠিতে। তবে, হোয়াইট হাউজ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষ থেকে ইরানি এই নেতার কাছে এ পর্যন্ত চার বার চিঠি দেওয়া হয়েছে।
চতুর্থ এ চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে, আইএসের বিরুদ্ধে প্রচারাভিযানে ইরান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশ সময়: ০৪২৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৪