ঢাকা: বাজেটে অর্থ বরাদ্দ হ্রাসের প্রতিবাদে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বড় আকারের বিক্ষোভ হয়েছে। এতে লক্ষাধিক বিক্ষোভকারী অংশ নেন।
বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে গাড়িতে ভাঙচুর চালান। এ সময় তারা পাথর ছুঁড়ে ও আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে।
এ সময় বিক্ষুব্ধ জনতার ওপর জলকামান থেকে গরম পানি ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে দাঙ্গা পুলিশের সদস্যরা।
বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেলের জোট সরকার দেশটির অর্থনৈতিক কাঠামোতে পরিবর্ধনের ঘোষণা দিলে বিক্ষুব্ধ হয়ে ওঠে দেশটির জনগণ।
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে এবং ময়লার স্তুপে আগুন ধরিয়ে দিলে দাঙ্গা পুলিশের সদস্যরা বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে। এ সময় অনেকে আহত হয়। তাদের মধ্যে একজনের চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশের লাঠিচার্জে তার নাক ফেটে গিয়েছিল।
বাজেটে অর্থ বরাদ্দ নিয়ে সৃষ্ট এ আন্দোলন প্রাথমিকভাবে শান্তিপূর্ণ থাকলেও ক্রমেই তা সংঘর্ষের দিকে ধাবিত হচ্ছে। সামনের দিনগুলোতে দেশটির বিভিন্ন প্রদেশে ধর্মঘটের মতো কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে শ্রমিক সংগঠনগুলো। এছাড়া, ডিসেম্বর মাসে দেশব্যাপী ধর্মঘট আহ্বান করা হবে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৪