ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশংসায় ভাসালেন পাকিস্তানের বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। চিরবৈরী রাষ্ট্রের সরকার প্রধানকে ‘বিশ্বস্ত’ লোক বলে মন্তব্য করেছেন পাকিস্তানি এ রাজনীতিক।
বিদেশি ব্যাংকগুলোতে ভারতীয় ধনকুবেরদের জমিয়ে রাখা কালো টাকা ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে মোদীর দেওয়া বক্তব্য প্রসঙ্গে ইমরান এমন মন্তব্য করেন।
ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খান ভারতীয় প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেন, আপনি তার (মোদী) সম্পর্কে আর যা-ই বলুন, তিনি একজন বিশ্বস্ত লোক।
রাজনীতিতে সরব হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে বিদেশে জমা রাখা পাকিস্তানি ধনকুবেরদের কালো টাকা ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছিলেন ইমরান।
তবে, তার এ ধরনের দাবির প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে স্পষ্টত কোনো বক্তব্য দেওয়া হয়নি।
২০১৩ সালের জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে গত আগস্ট থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে ইমরানের দল পিটিআই।
তবে, পাকিস্তানি কোনো রাজনীতিকের ভারতীয় প্রধানমন্ত্রীর প্রশংসার ঘটনা বিরল। সেই বিরল দৃষ্টান্তই দেখালেন ইমরান।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৪