ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মোদীর বর্ধিত মন্ত্রিসভায় প্রতিরক্ষার দায়িত্বে পারিক্কর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৪
মোদীর বর্ধিত মন্ত্রিসভায় প্রতিরক্ষার দায়িত্বে পারিক্কর ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভারতে বিজেপি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদীর সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ হচ্ছে। মন্ত্রিসভার এ সম্প্রসারণ ও রদবদল নিয়ে গত কয়েকদিন ধরেই সরগরম দিল্লির রাজনীতি।

রোববারের মন্ত্রিসভার এ রদবদল নিয়ে সরকার ইতোমধ্যেই নোটিশ জারি করেছে।

কারা কারা দায়িত্ব পাচ্ছেন, কারা বাদ পড়ছেন আর কারাই বা পদোন্নতি পাচ্ছেন এ নিয়ে ভারতীয় গণমাধ্যম প্রতিদিনই প্রতিবেদন প্রকাশ করছে।

ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন মুখ হিসাবে গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের নামটি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মোদীঘনিষ্ঠ এই নেতা ইতোমধ্যেই গোয়ার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণাও দিয়েছেন।

মনোহর পারিক্কর খুবই গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। এ বছরের মে মাসে বিজেপি সরকার গঠনের পর থেকেই এ মন্ত্রণালয়ের বাড়তি দায়িত্ব সামলাচ্ছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।

জোর গুঞ্জন আছে সবচেয়ে কম বয়সী কেবিনেট মন্ত্রী অভিনেত্রী স্মৃতি ইরানিকে মানবসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।

একটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, অরুণ জেটলি তার মন্ত্রণালয়ে একজন সহকারী পেতে পারেন। এক্ষেত্রে জয়ন্ত সিনহার নাম জোরেসোরে উচ্চারিত হচ্ছে। জয়ন্তর বাবা প্রাক্তণ মন্ত্রী ইশান্ত সিনহা।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।