ঢাকা: ইন্টারনেটের অন্ধকার জগতে সর্বাত্মক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই), আইসিই হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস, ইউরোপের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত ইউরোপোল ও ইউরোজাস্ট।
যুক্তরাষ্ট্র ও ইউরোপের ১৬টি দেশে পরিচালিত এ অভিযানে কুখ্যাত ‘সিল্ক রোড ২.০’ সহ মোট ৪০১টি সাইট বন্ধ করে দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, যৌথ অভিযানে বিশেষত বাদ পড়ে গেছে অবৈধ কার্যক্রম পরিচালনা করা সাইটগুলো। এর মধ্যে অবৈধ ব্যবসায়ের সাইট, মাদক ব্যবসায়ের সাইট, শিশু নির্যাতন ও হয়রানি প্রদর্শনের সাইট এবং উগ্রপন্থি সংগঠনের সাইট।
আটক ব্যক্তিদের মধ্যে অবৈধ মাদক ক্রয়-বিক্রয়ের অনলাইন মাধ্যম ‘সিল্ক রোড ২.০’ এর সন্দেহভাজন হোতা ব্লেক বেনথ্যালও রয়েছেন।
এছাড়া, অভিযানে প্রায় ১০ লাখ ডলার মূল্যমানের বিটকয়েনও জব্ধ করা হয়েছে।
ইউরোপল’র ইউরোপিয়ান সাইবারক্রাইম সেন্টারের প্রধান ট্রোয়েলস অয়েরটিং বলেন, ওয়েবে যে সংগঠিত অপরাধ হয়, তার মাধ্যমকে আমরা একযোগে স্তব্ধ করে দিয়েছি। এ অভিযান অব্যাহত থাকবে।
পশ্চিমাদের এই সর্বাত্মক অভিযানকে সাইবার অপরাধের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৪