ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অক্টোবরে চীনে বাণিজ্য উদ্বৃত্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৪
অক্টোবরে চীনে বাণিজ্য উদ্বৃত্ত

ঢাকা: অক্টোবরে চীনে রেকর্ড চার হাজার পাঁচশ চল্লিশ কোটি মার্কিন ডলারের বেশি বাণিজ্য উদ্বৃত্ত হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৬ দশমিক ৩ শতাংশ বেশি।

কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

অক্টোবরে দেশটির রফতানির পরিমাণ ছিল দুই হাজার ছয়শ ৮৭ কোটি মার্কিন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় যা ১১ শতাংশ বেশি।

একই সময়ে আমদানির পরিমাণ ছিল এক হাজার ছয়শ ষোল কোটি মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ বেশি।  

সেপ্টেম্বরে দেশটির বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ ছিল তিন হাজার একশ কোটি মার্কিন ডলার।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।