ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে আউটলেট খুলছে বার্গার কিং

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৪
ভারতে আউটলেট খুলছে বার্গার কিং

ঢাকা: ভারতে আউটলেট চাল‍ু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ফাস্টফুড চেইন ‘বার্গার কিং’। আগামী দু’তিন মাসের মধ্যে বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ জনগোষ্ঠীর দেশটির বিভিন্ন স্থানে মোট ১২টি আউটলেট খোলার পরিকল্পনা করছে হামবার্গার চেইনটি।



বার্গার কিং’র ভারত ইউনিটের প্রধান নির্বাহী রাজিব বর্মন শনিবার (৮ নভেম্বর) নয়াদিল্লিতে প্রতিষ্ঠানের আউটলেট চালুকে সামনে রেখে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান।

ব্র্যান্ডের ইমেজ বৃদ্ধির জন্য গত বছর ইভারস্টন গ্রুপের সঙ্গে একীভূত হয় বার্গার কিং। ভারতে চালু করতে যাওয়া আউটলেটে গ্রাহকদের জন্য মেন্যুতে পরিবর্তন আনবে জানিয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ভারতীয়দের জন্য মাটন, চিকেন ও সব্জির স্যান্ডউইচ পরিবেশন করা হবে।

অনুষ্ঠানে বর্মন বলেন, অদূর ভবিষ্যতে বিশ্বব্যাপী প্রধান বাজার হতে যাচ্ছে ভারত। বার্গার কিং বিষয়টি অনুধাবন করতে পেরেই এ সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।