ম্যানিলা: ফিলিপাইনে গত সপ্তাহে আঘাত হানা ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ১শ’ ১১ জনে পৌঁছেছে। নিখোঁজ রয়েছেন আরও ৪৫ জন।
বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা বেনিতো রামোস জানান, গত কয়েকদিনে ৩২টি মৃতদেহ খুঁজে পাওয়ার পর নিহতের সংখ্যা ৭৯ থেকে বেড়ে ১শ’ ১১ জনে পৌঁছে। সন্ধান পাওয়া মৃতদেহগুলোর অধিকাংশই জেলেদের।
তিনি সাংবাদিকদের বলেন, “নিখোঁজদের মধ্যে অনেকে এখনও বেঁচে আছেন বলে আমরা এখনো আশা করছি। ধারণা করা হচ্ছে তাঁরা সমুদ্রে দিক হারিয়েছেন। ”
নিখোঁজ থাকা ৪৫ জনকে উদ্ধার করার জন্য উদ্ধারকর্মীরা এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছেন বলে জানান রামোস।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৩৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১০