ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়া সীমান্তে লেবাননের ৩ সৈন্য অপহৃত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৪
সিরিয়া সীমান্তে লেবাননের ৩ সৈন্য অপহৃত ছবি: (ফাইল ফটো)

ঢাকা: সিরিয়ার অজ্ঞাত বন্দুকধারীরা লেবাননের তিন সৈন্যকে অপহরণ করেছে।
 
সোমবার (০৮ ডিসেম্বর) ভোরে সিরিয়া-লেবানন সীমান্ত এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।

 
 
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, সিরিয়া সীমান্তবর্তী বেকা উপত্যকার ব্রিটাল শহর থেকে অপহৃত হয় ওই তিন সৈন্য।
 
এর আগে, শুক্রবার আলি আল বাজ্জাল নামে এক লেবানিজ পুলিশকে হত্যা করে নুসরা ফ্রন্টের সদস্যরা।  
 
লেবাননের সৈন্যরা বর্ডার এলাকায় দীর্ঘদিন ধরে সিরিয়ান বন্দুকধারী বিশেষ করে নুসরা ফ্রন্ট ও ইসলামিক স্টেটের যোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করে আসেছে।  
 
চলতি বছরের আগস্ট মাসে ২০ জনের অধিক নিরাপত্তা বাহিনীর সদস্যকে বন্দী করে সিরিয়ার অস্ত্রধারীরা।      
 
বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।