ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিক্ষোভের মুখে হাইতির প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪
বিক্ষোভের মুখে হাইতির প্রধানমন্ত্রীর পদত্যাগ ছবি: সংগৃহীত

ঢাকা: তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন হাইতির প্রধানমন্ত্রী। সময়মতো নির্বাচন না হওয়ায় দেশটিতে সরকার বিরোধী আন্দোলন দানা বাঁধে।



পদত্যাগের ঘোষণাকালে টেলিভিশন ভাষণে প্রধানমন্ত্রী লরেন্ট লামোথে বলেন, দায়িত্ব পালনের পরিপূর্ণ তৃপ্তি নিয়ে আমি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছি।

আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী লামোথের সঙ্গে প্রেসিডেন্ট মাইকেল মারটেলিরও পদত্যাগ দাবি করছেন।

জানুয়ারিতে হাইতির পার্লামেন্টের মেয়াদ শেষ হচ্ছে। পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত মারটেলি ডিক্রির জারির মাধ্যমে দেশ শাসন করবেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।