ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে বিরোধী গণমাধ্যমে অভিযান, আটক ২৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪
তুরস্কে বিরোধী গণমাধ্যমে অভিযান, আটক ২৩ ছবি: সংগৃহীত

ঢাকা: সংবাদপত্র ও টেলিভিশন কার্যালয়ে অভিযান চালিয়ে তুরস্কের পুলিশ কমপক্ষে ২৩ জনকে গ্রেফতার করেছে। গণমাধ্যম দুটি স্বেচ্ছায় যুক্তরাষ্ট্রে নির্বাসিত তুরস্কের ধর্মীয় নেতা ফেতলুল্লাহ গুলেনের মতালম্বী।

এছাড়া ক্ষমতাসীন একে পার্টির কট্টর সমালোচক হিসেবেও পরিচিত।

আধ্যাত্মিক নেতা গুলেন হেজমাত আন্দোলনের পুরোধা। তিনি প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোয়ানের বিরোধী।

আটককৃতদের বিরুদ্ধে অবৈধ সংগঠন গড়ে তোলা ও রাষ্ট্রের ক্ষমতা দখলের চেষ্টার অভিযোগ রয়েছে।

গতকাল গুলেনের সমর্থকদের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরুর অঙ্গীকার করেছিলেন এরদোয়ান। এরপর আজ শনিবার (১৪ ডিসেম্বর) অভিযান চালানো হলো। আটককৃতদের মধ্যে সাংবাদিক, প্রডিউসার ও স্ক্রিপ্ট রাইটার রয়েছেন।

এদিন পুলিশ দেশটির অন্যতম জনপ্রিয় দৈনিক জাসান সংবাদপত্রেও অভিযানের চেষ্টা চালায়। কিন্তু বিক্ষোভের মুখে পুলিশ ফিরে যায়।

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।