ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্কুলে তালেবানি হত্যাযজ্ঞ

পেশোয়ার রুটে ফ্লাইট বাতিল ৬ এয়ারলাইনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪
পেশোয়ার রুটে ফ্লাইট বাতিল ৬ এয়ারলাইনের পেশোয়ারে তালেবানি হামলার পরবর্তী চিত্র

ঢাকা: সামরিক বাহিনী পরিচালিত একটি স্কুলে তালেবানি হত্যাযজ্ঞের পর পেশোয়ার রুটে ফ্লাইট পরিচালনা বাতিল করেছে ছয়টি বিদেশি এয়ারলাইন্স।

এয়ারলাইন্সগুলোর সূত্রকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।



নিরাপত্তা উদ্বেগের কারণে উড়োজাহাজ পরিচালনা প্রতিষ্ঠানগুলো এ সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করেছে এনডিটিভি।

তবে এয়ারলাইনগুলোর নাম জানায়নি ভারতীয় সংবাদ মাধ্যমটি। বেশ কিছু এয়ারলাইনের পেশোয়ার রুটের ফ্লাইট বাতিলের খবর জানালেও ওই এয়ারলাইনগুলোর নাম উল্লেখ করেন পাকিস্তানি সংবাদ মাধ্যম ফটোনিউজও।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালের এ হামলায় প্রশাসনের পক্ষ থেকে ১৩২ শিশুসহ ১৪১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া, আহত হয়েছে আরও শতাধিক শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী।

সংবাদ মাধ্যমগুলো জানায়,  ৫-৬ জন অজ্ঞাত বন্দুকধারী পেশোয়ারের ওয়ারসাক রোডে আর্মি পাবলিক স্কুলে নামে ওই শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে হামলা চালায়। স্কুলটিতে অফিসার ও নন-কমিশনড সেনাদের সন্তানরা পড়াশোন‍া করে। এসব শিক্ষার্থীদের বেশিরভাগেরই বয়স ১০-১৮ বছরের মধ্যে।

তালেবানি হত্যাযজ্ঞে বিধ্বস্ত পাকিস্তান এখন তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।