ঢাকা: ইউক্রেনে চলমান সঙ্কট নিরসনে একমত দেশটির সরকার ও রাশিয়া। ১৫ ফেব্রুয়ারি থেকে সেখানে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বেলারুশের রাজধানী মিনস্কে ইউক্রেন, রাশিয়া, ফ্রান্স ও জার্মানির নেতারা শীর্ষ বৈঠকে বসেন। বৈঠকে শেষে যুদ্ধবিরতির ঘোষণা দেয় ইউক্রেন ও রাশিয়া।
পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীদের পুতিন সরকার অস্ত্র ও সেনা দিয়ে প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে বলে ইউক্রেন সরকার অভিযোগ করে আসছে। কিন্তু বরাবরই রাশিয়া এমন অভিযোগ নাকচ করে দিয়েছে। যুদ্ধে ইতিমধ্যে প্রায় সাড়ে ৫ হাজার মানুষ নিহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোর সঙ্গে ম্যারাথন বৈঠক শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আমরা প্রধান বিষয়ে একমত হতে পেরেছি। এসময় জার্মানি ও ফ্রান্সের নেতাদের সঙ্গেও বৈঠক করেন পুতিন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ বলেন, গুরুত্বপূর্ণ চুক্তিতে পৌছানো গেছে তবে এখনও অনেক কাজ আছে।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫