ঢাকা: ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য তুব্বাতাহা প্রবালপ্রাচীরে আঘাত হেনে ক্ষতিসাধন করায় ফিলিপাইনকে ১ দশমিক ৯৭ মিলিয়ন (১৯ লাখ ৭০ হাজার) ডলার ক্ষতিপূরণ দিয়েছে যুক্তরাষ্ট্র।
ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জানুয়ারিতে পুরো অর্থ তাদের তহবিলে এসে জমা হয়েছে।
২০১৩ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের জাহাজ ইউএসএস গার্ডিয়ান তুব্বাতাহা প্রবাল প্রাচীরে আঘাত হানে। এ আঘাতে প্রবাল দ্বীপের প্রায় ২ হাজার ৩৪৫ বর্গমাইল এলাকা ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় জাহাজটিকে থামিয়ে দেওয়া হয় আরো ক্ষতি থেকে রক্ষা পেতে।
যুক্তরাষ্ট্র এ ক্ষতির জন্য ফিলিপাইনের কাছে ক্ষমা চায় এবং ওই জাহাজের কমান্ডিং অফিসারসহ চারজন কর্মকর্তাকে অপসারণ করে।
উল্লেখ্য, ইউএসএস গার্ডিয়ান সমুদ্রতলের পুঁতে রাখা বিস্ফোরক বা মাইনের অনুসন্ধান চালানো যুক্তরাষ্ট্রের একটি জাহাজ।
বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫