ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দুবাইয়ে ৭৯-তলা বিশিষ্ট ভবনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
দুবাইয়ে ৭৯-তলা বিশিষ্ট ভবনে আগুন ছবি: সংগৃহীত

ঢাকা: দুবাইয়ের ৭৯-তলা বিশিষ্ট একটি বিলাসবহুল ভবনে আগুন লেগেছে। ঘটনায় বিশ্বের অন্যতম উচু আবাসিক ভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।



এনডিটিভির খবরে বলা হয়, তীব্র বাতাসের কারণে ভবনের আগুন এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

একজন্য প্রত্যক্ষদর্শী বিবিসি অনলাইনকে জানান, তিনি ভবনের ধ্বংসস্তূপ পাশের ভবন ও রাস্তায় ভবনে পড়তে দেখেছেন। অবশ্য দুই ঘণ্টা পর আগুন নিভিয়ে ফেলা হয়।

এ ঘটনায় কোনো হতাহত হয়নি। তবে ভবনটির ব্যাপক ক্ষতি হয়েছে।

ভবনটি ২০১১ সালে উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় এটি ছিল বিশ্বের সবচেয়ে উচু আবাসিক ভবন। বর্তমানে এর অবস্থান ৩২তম।

আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি। তবে দেশটিতে বহুতল ভবনে আগুনের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০১২ সালে ৩৪ তলা বিশিষ্ট এক ভবনের আগুন লেগেছিল।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।