ঢাকা: এবার সিরিয়া থেকে ৯০ খ্রিস্টানকে অপহরণ করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সিরিয়ার উত্তরাঞ্চলের আল-হাসাকেহ প্রদেশ থেকে ওই খ্রিস্টানদের অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা (এসওএইচআর)।
এসওএইচআরকে উদ্ধৃত করে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো খবরে বলা হয়, আল-হাসাকেহ প্রদেশের দু’টি গ্রাম কুর্দিস্থানের সামরিক বাহিনীর কাছ থেকে দখলে নেওয়ার পর সেখানকার অন্তত ৯০ খ্রিস্টানকে অপহরণ করে আইএস জঙ্গিরা।
এর আগে পর্যবেক্ষক সংস্থাটি জানিয়েছিল, আল-হাসাকেহ প্রদেশের তাল শামিরান নামে একটি গ্রামে হামলা চালিয়ে সেখানকার ৫৬ জনকে অপহরণ করে নিয়ে যায় এই সময়ের সবচেয়ে বর্বর সন্ত্রাসী গোষ্ঠীটি।
প্রায় শ’খানেক এ খ্রিস্টানদের অপহরণের ঘটনায় ফের উদ্বেগ ছড়াচ্ছে ইরাক ও সিরিয়া অঞ্চলের সংখ্যালঘু সম্প্রদায়গুলোতে। বিশেষত গত জানুয়ারিতে লিবিয়া থেকে ২১ খ্রিস্টানকে অপহরণের পর গত ১৫ ফেব্রুয়ারি তাদের শিরশ্ছেদের ভিডিও প্রকাশে এ উদ্বেগ আতঙ্কে রূপ নিচ্ছে।
যদিও এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি পশ্চিমা বিশ্ব বা সিরীয় সরকার।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫