ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিটেনের সবচেয়ে লম্বা শিশু!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১
ব্রিটেনের সবচেয়ে লম্বা শিশু!

ঢাকা: পাঁচ বছরের আর দশটা বাচ্চাদের মতো নয় জ্যাক ইভেস। এই বয়সেই তার উচ্চতা বেড়ে একেবারে তালগাছ! পিচ্চি বয়সেই চার ফুট দুই ইঞ্চির উচ্চতার অধিকারী সে!

ব্রিটেনের পাঁচ বছর বয়সী বাচ্চাদের মধ্যে জ্যাকই এখন সবচেয়ে লম্বা।

তার বাড়ি ব্রিটেনের দক্ষিণ ইয়র্কশায়ারের সুইনটান অঞ্চলে। নির্দিষ্ট সময়ের ছয় সপ্তাহ আগেই তার জন্ম। তবে এ নিয়ে তার বাবা ড্যারেন ও মা হেইলি খানিক দুশ্চিন্তায় রয়েছেন।

যুক্তরাজ্যে ৬৪ জনের মধ্যে একজনের বেলায় এমন ঘটে। জন্মের সময় বেকউইথ-উইডেমান সিনড্রোম নিয়ে এসব শিশু জন্মায়। এতে শিশুদের অতিবৃদ্ধির সমস্যা হয়। ডাক্তারদের মতে, এভাবে লম্বা হতে  থাকলে জ্যাকের উচ্চতা একসময় ৭ ফুট ৫ ইঞ্চি পর্যন্ত হবে।

তার মা বলেন, ‘জ্যাকের ওজন দেখেই আমরা বুঝতে পেরেছিলাম তার কিছু সমস্যা আছে। মাত্র আট মাস বয়সেই তার জিহ্বায় প্রথম অস্ত্রোপচার হয়। এর আগে সে ঠিকমতো শ্বাস-প্রশ্বাস নিতে পারত না। এমনকি মাত্র দুই/তিন ধরনের তরল খাবার ছাড়া সে আর কিছুই খেতে পারত না। ’ এ নিয়ে তার মোট ১৫ অস্ত্রোপচার করা হয়েছে।

জ্যাক ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম ১২ মাস কেবল নিবিড় পরিচর্যা কেন্দ্রেই কাটিয়েছে।

জ্যাকের চিকিৎসার জন্য ২০০০ পাউন্ড প্রয়োজন। আগামী জুলাইয়ে বিখ্যাত ডাক্তার ব্রুস বেকউইথের কাছে তাকে নেওয়া হবে। তিনিই প্রথম এ সমস্যাটি চিহ্নিত করেন।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।