মিয়ানমারের সামরিক জান্তা সরকারের প্রেসিডেন্ট মিয়ন্ত সুয়ে মারা গেছেন। ৭৪ বছর বয়সী এই নেতা ২০২১ সালের অভ্যুত্থানের পর ক্ষমতায় এসেছিলেন।
রাষ্ট্রীয় বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ২৮ মিনিটে রাজধানী নেপিদোর এক হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুর কারণ হিসেবে জানানো হয়েছে, নিউরোডিজেনারেটিভ রোগ এবং সংশ্লিষ্ট স্নায়বিক জটিলতা। তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা হবে।
২০২১ সালের অভ্যুত্থানের পর মিয়ন্ত সুয়েকে অস্থায়ী প্রেসিডেন্ট ঘোষণা করে সামরিক জান্তা। তবে বাস্তবে তিনি মূলত প্রতীকী প্রেসিডেন্ট ছিলেন এবং কার্যকর ক্ষমতা ছিল সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের হাতে, যিনি ২০২৪ সালের জুলাই থেকে মিয়ান্ত সোয়ের দায়িত্ব পালন করছিলেন।
মিয়ন্ত সুয়ের স্বাস্থ্যের অবনতি শুরু হয় ২০২৩ সালের শুরুতে। তখন থেকেই তার চলাফেরা, খাওয়াদাওয়া ও পুষ্টি গ্রহণে সমস্যা দেখা দেয়। পরে তিনি ২০২৪ সালের এপ্রিল মাসে সিঙ্গাপুরে চিকিৎসা নেন এবং জুলাইতে পূর্ণ চিকিৎসা ছুটিতে যান। মৃত্যুর আগে রাষ্ট্রীয় সংবাদপত্রে জানানো হয়, তিনি গুরুতর অবস্থায় ছিলেন।
মিয়ানমার ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। জান্তা বাহিনী ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে লড়াই এখনও চলমান।
সাম্প্রতিক সময়ে জান্তা নেতা মিন অং হ্লাইং ঘোষণা দেন, দেশটিতে ২০২৫ সালের ডিসেম্বরে বা ২০২৬ সালের জানুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সমালোচকরা বলছেন, এটি প্রতারণামূলক নির্বাচন হতে যাচ্ছে, যার লক্ষ্য জান্তা সরকারের ক্ষমতা টিকিয়ে রাখা।
গত সপ্তাহেই জান্তা সরকার জরুরি অবস্থা প্রত্যাহার করে এবং একটি অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি হিসেবে। তবে মিন অং হ্লাইং এখনো কার্যত রাষ্ট্র ও সেনাবাহিনীর শীর্ষ ক্ষমতায় রয়েছেন।
আরএইচ