লন্ডন: দুই পর্যটক সাইবেরিয়ার বরফাচ্ছন্ন অঞ্চলে ভ্রমণের সময় ভিনগ্রহের প্রাণীর মৃতদেহ দেখতে পেয়েছেন বলে দাবি করেছেন। তারা ইন্টারনেটে তার ভিডিওচিত্রও ছেড়েছেন।
এই ভিডিও চিত্রে দেখা গেছে, রাশিয়ার ইর্কুটস্ক অঞ্চলে মুখ সামান্য হা করা, হালকা-পালতা গড়নের, ধ্বংসপ্রায় এবং আধাসমাহিত অবস্থায় পর্যটকরা মৃতদেহটি পান।
ইন্টারনেটে ভিডিওচিত্র আপলোডকারী ইগর মলোভিচ বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছিলাম না। এটি দেখতে অনেকটা ভুতুড়ে লাগছিল। এর আশপাশে কোনো মহাকাশযান ছিল না। সম্ভবত মহাকাশযানটি অন্যত্র সরিয়ে রাখা হয়। মৃতদেহটি ভিনগ্রহের অন্য প্রাণীদের নজর এড়িয়ে গেছে। ’
ভিডিওচিত্রটি সারা বিশ্বের সাত লাখ মানুষ দেখছে এবং ইন্টারনেটে পোস্ট করছে।
মৃতদেহটির একটি পা খুঁজে পাওয়া যাচ্ছে না। চক্ষুকোটরে গভীর গর্ত এবং মাথার মতো খুলিতে মুখগহ্বর পাওয়া গেছে।
তবে অনেকে মনে করেন এটি কোনো ভিনগ্রহের প্রাণীর মৃতদেহ নয়। মৃতদেহটি কোনো মানুষের। দুর্ঘটনায় তার এই পরিণতি হয়েছে। রাশিয়ার ভিনগ্রহ বিশেষজ্ঞরাও তাই মনে করেন।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১