ইসলামাবাদ: যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান অ্যাডমিরাল মাইক মুলেন বুধবার পাকিস্তান সফরে গেছেন। আফগানিস্তান সফরের একদিন পর তিনি ইসলাবাদ গেলেন।
তিনি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানির সঙ্গে সাক্ষাৎ করবেন। মাইক মুলেন এমন সময়ে পাকিস্তান সফরে গেলেন যখন ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে দেশ দুটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আগামী বৃহস্পতিবারও তিনি পাকিস্তানি নেতাদের সঙ্গে আলোচনা করবেন।
মুলেন পাকিস্তান-আফগানিস্তানের জঙ্গিবাদ নিয়ে চলমান উদ্বেগের বিষয়ে পাকিস্তান কায়ানির সঙ্গে আলোচনা করবেন।
এক বিবৃতিতে মুলেন যুক্তরাষ্ট্রের সহযোগিতার জন্য পাকিস্তানি সেনাদের প্রশংসা করে বলেন, যৌথ অভিযানে পাকিস্তানি সেনারা হাক্কানি নেটওয়ার্কের জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে, যা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। আফগানিস্তানের পূর্বাঞ্চলে হাক্কানি নেটওয়ার্ক ন্যাটো সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে।
তিনি স্বীকার করেন, তালেবান এবং অন্য জঙ্গিগোষ্ঠীগুলোর কারণে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এজন্য অবশ্য পাকিস্তানি সামরিক গোয়েন্দা সংস্থাকে (আইএসআই) দায়ী করেন।
মুলেন সাংবাদিকদের বলেন, হাক্কানিরা এখন খুব বেকায়দায় আছে। তিনি বলেন, ‘আমরা পাকিস্তানি সেনাদের সহায়তায় কাজ করছি। কিন্তু হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার যোগাযোগ রয়েছে। ’
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১