ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় নির্বাচনোত্তর সহিংসতায় দুই শতাধিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১
নাইজেরিয়ায় নির্বাচনোত্তর সহিংসতায় দুই শতাধিক নিহত

কানো: নাইজেরিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ২০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। বুধবার একটি মানবাধিকার সংগঠন এ তথ্য জানিয়েছে।

খবর এএফপির।

একজন বিরোধী মুসলিম প্রার্থী নির্বাচনের ফলাফল ফলাফল প্রত্যাখান করেছেন। কিন্তু তিনি সবাইকে শান্ত থাকতে অনুরোধ করেছেন। নির্বাচন পরবর্তী সহিংতায় ৪ সহস্রাধিক লোক উদ্বাস্তু হয়েছে।
 
উদ্ধারকর্মীরা এদের সহায়তায় এগিয়ে এসেছেন। এদের বেশিরভাগই সেনা এবং পুলিশ শিবিরে আশ্রয় নিয়েছে। এদের ছুরি দিয়ে আঘাত করার পাশাপাশি বেধড়ক পেটানো হয়েছে। অনেকেই হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, তবে তার সঠিক সংখ্যা কত তা জানাতে পারেনি। মৃতদেহগুলো পুড়িয়ে ফেলার ফলে চেনার উপায় নেই।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর কাদুনাভিত্তিক মানবাধিকার সংগঠন জানায়, নিহত লোকের সংখ্যা ২০০ জনেরও বেশি হবে।

নাইজেরিয়া আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ। দেশটি এখন দু’ভাগে বিভক্ত। উত্তরাঞ্চল মুসলিম অধ্যুষিত এবং দক্ষিণাঞ্চল খ্রিস্টান অধ্যুষিত। বর্তমান প্রেসিডেন্ট জনাথন ৫৭ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বুহারি পেয়েছেন ৩১ শতাংশ ভোট।

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।