ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অনশন করে প্রিন্স উইলিয়ামের বিয়েতে...

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১১
অনশন করে প্রিন্স উইলিয়ামের বিয়েতে...

মেক্সিকো সিটি: ব্রিটিশ রাজপরিবারের বিয়েতে যাওয়ার অনুমতি পেয়ে শেষ পর্যন্ত অনশন ভাঙলেন মেক্সিকোর এক কিশোরী।

বিয়েতে আমন্ত্রণ পাওয়ার দাবিতে ১৬ দিন আগে মেক্সিকোর ব্রিটিশ দূতাবাসের সামনে তিনি অনশন শুরু করেন।

কোনো উপায় না পেয়ে প্রিন্স উইলিয়াম তার ইচ্ছা পূরণ করেন।

মেক্সিকোর গণমাধ্যমে খবর বেরোয়, কিশোরী এসতিবালিস শ্যাভেজ (১৬) ২৯ এপ্রিল বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন যাবেন।

এর আগে মেক্সিকো সিটিতে ব্রিটিশ দূতাবাসের সামনে গত ফেব্রুয়ারিতে অনশন শুরু করেন এসতিবালিস। দূতাবাসের কর্মকর্তারা তাকে এ জন্য নিরুৎসাহিতও করে। এতে কর্ণপাত না করে তিনি মুখে অনশন চালিয়ে গেছেন।

অনশনের সময় মিস শ্যাভেজ প্রিন্স উইলিয়াম ও তার বাগদত্তা কেট মিডলটনের ছবিও আঁকেন। তবে এ ছবি প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে ব্রিটিশ দূতাবাস। ১৬ দিনের অনশনে এসতিবালিস ৮ কেজি ওজন হারিয়েছেন।

গণমাধ্যমের কাছে ওই কিশোরী বলেন, ‘আমি ছোট বেলা থেকেই লেডি ডি (প্রিন্সেস ডায়ানা)-এর ভক্ত।   আমার মা তাকে খুব পছন্দ করে। আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমি রাজপরিবারের বিয়েতে যাবই, যাব। ’

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।