ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে পরিবারের সম্মান রক্ষায় আপন বোন হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১১
ভারতে পরিবারের সম্মান রক্ষায় আপন বোন হত্যা

রোহতাক: পরিবারের সম্মান বাঁচাতে ১২ বছর বয়সী বোনকে হত্যা করেছে তারই ভাই। মর্মান্তিক এই হত্যাকা- সংঘটিত হয়েছে ভারতের হরিয়ানা জেলার রুরকি গ্রামে।

পুলিশ শনিবার এ খবর জানায়।
 
পুলিশ জানায়, অভিযুক্ত চরণ সিং (২০) একটি ইটভাটায় কাজ করেন। আর বোন (১২) পঞ্চম শ্রেণীতে পড়ে। গত সপ্তাহে (বুধবার) বোনকে হত্যা করেছে চরণ।

পুলিশ জানায়, ‘আমরা চরণসহ চারজনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ’

ওই মামলার তদন্ত কর্মকর্তা আজমির সিং জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চরণ সিং হত্যার কথা স্বীকার করেছেন। চরণ পুলিশকে জানিয়েছেন, তার বোন ওই ইটভাটারই এক শ্রমিকের সঙ্গে কথা বলত, যা সে পছন্দ করত না। মেয়েটির বাবা-মা উত্তর প্রদেশের এক গ্রামে থাকেন।

গত কয়েক মাসে সম্মান বাঁচাতে হরিয়ানার বিভিন্ন স্থানে ছেলেমেয়ে অনেক হত্যার ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।