বেইজিং: নাম না জানা প্রাচীন এক রাজ্যের সন্ধান মিলেছে চীনে। প্রত্নতত্ত্ববিদদের ধারণা রাজ্যটি ১০৪৬ খ্রিস্টপূর্বাব্দ সময়ের।
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া প্রত্নতাত্ত্বিকদের বরাত দিয়ে জানায়, রাজ্যটি খুব সম্ভবত জিঝু রাজবংশের সময়কালের। এ রাজবংশ চীনে ১০৪৬ থেকে ৭৭১ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত স্থায়ী ছিল।
প্রত্মতাত্ত্বিকরা বলছেন, সানঝি প্রদেশের লিনফেন শহরে মাটি খুঁড়ে পাওয়া সমাধিগুলোর ভেতরে ব্রোঞ্জনির্মিত আসবাবপত্র রয়েছে। আর এতে খোদাই করা নকশা দেখে মনে হয় অঞ্চলটি ‘বা বু’ অথবা ‘বা’ রাজবংশের কোনো ব্যক্তি শাসন করতেন।
তারা বলছেন, এর আগে পাওয়া কোনো ঐতিহাসিক দলিলে ‘বা’ রাজ্যের কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি।
চীনের সায়েন্স একাডেমীর প্রত্নতত্ত্ব ইনস্টিটিউটের প্রধান ওয়াং ওয়েই বলেন, সদ্য আবিষ্কৃত এ সমাধিটি ইতিহাস থেকে প্রায় হারিয়ে যাওয়া ‘বা’ রাজ্য সম্পর্কে জানার একটি সুযোগ করে দিল। এর মাধ্যমে জিঝু শাসনামলের সামন্ত রাষ্ট্রব্যবস্থা এবং তাদের প্রযুক্তি সম্পর্কেও জানা যাবে। এছাড়া, সে সময়ে বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে পারস্পরিক ভাববিনিময় ও তাদের ঐক্য সম্পর্কে জানতেও সাহায্য করবে এ আবিষ্কার।
সানঝি ইনস্টিটিউট অব আর্কিওলজির উপপ্রধান চাই ইয়াওতিং বলেন, রাজ্যটির ঐতিহাসিক দলিলপত্র হারিয়ে গিয়ে থাকতে পারে। ‘বা’ রাজ্যটি ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন অঞ্চলের সমন্বয়ে গঠিত ছিল এবং প্রাচীন ঐতিহাসিকরা একে উপেক্ষা করে গেছেন।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১১