জুবা: দক্ষিণ সুদানের সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যকার সংঘর্ষে অন্তত ৫৫ জন নিহত হয়েছে। রোববার দক্ষিণ সুদানের একজন মন্ত্রী এ তথ্য জানান।
শনিবার জংলেই রাজ্যে দক্ষিণাঞ্চলের সুদান পিপলস লিবারেশন আর্মি (এসপিএলএ) ও বন্দুকধারীদের সংঘর্ষ হয়। এতে বন্দুকধারীদের নেতৃত্ব দেন গ্যাব্রিয়েল ট্যাং। ট্যাং গিনিয়ে নামেও তিনি পরিচিত।
দক্ষিণ সুদানের তথ্যমন্ত্রী পিটার ল্যাম বথ রাজধানী মালাকাল থেকে বলেন, ‘শনিবার সকালে কালদাক অঞ্চলে গুলি বিনিময় শুরু হয়। এখানে ব্যাপক লড়াই চলে। ’
তিনি বলেন, ‘সংঘর্ষে ট্যাং গিনিয়ের ৫০ সেনা ও পাঁচজন জেনারেল নিহত হয়। ’ এসপিএলএ-র কোনো সেনা নিহত হয়েছে কি না এ বিষয়ে কোনো প্রতিবেদন হয়নি। তবে পিটার ল্যাম বলেন, আহত এসপিএলএ-র ৩৪ জন সেনাকে চিকিৎসার জন্য রাজধানীতে নিয়ে আসা হয়েছে। এছাড়া ৪৩ জন বেসামরিক লোকও আহক হয়েছে।
জাতিসংঘের মতে, গত জানুয়ারিতে শুরু হওয়া সংঘর্ষে আট শতাধিত লোক নিহত এবং ৯৪ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। একইমাসে দক্ষিণের মানুষ পৃথক রাষ্ট্র গঠনের পক্ষে ভোট দিয়েছে।
১৯৮৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত চলা দক্ষিণ ও উত্তর সুদানের গৃহযুদ্ধে ট্যাং খার্তুমপন্থী বাহিনীর নেতৃত্ব দিয়েছেন। গত বছর তিনি দক্ষিণের সেনাবাহিনীর সঙ্গে যোগ দেবেন বলে সম্মতি জানান।
পিটার ল্যাম বলেন, ট্যাংয়ের বাহিনী আনুষ্ঠানিকভাবে এসপিএলএ-র সঙ্গে যোগ দেবে এমন কথা রয়েছে। গত সপ্তাহে এসংক্রান্ত একটি চুক্তিও হয়েছে। সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পদে ট্যাংয়ের নিয়োগ পাওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১১