ঢাকা, শুক্রবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় বিদ্রোহীদের বাড়ি বাড়ি তল্লাশি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৬, এপ্রিল ২৪, ২০১১
সিরিয়ায় বিদ্রোহীদের বাড়ি বাড়ি তল্লাশি

দামাস্কাস: বিক্ষোভকারীদের ধরতে সিরিয়া জুড়ে রোববার বাড়ি বাড়ি তল্লাশি চালিয়েছে সরকারি নিরাপত্তা বাহিনী। বিদ্রোহীরা এ তথ্য জানিয়েছে।

খবর এএফপির।

এর আগে শনিবার বিক্ষোভকারীদের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেওয়া বিদ্রোহীদের লক্ষ্য করে নিরাপত্তা বাহিনীর ছোড়া গুলিতে কমপক্ষে ১৩ জন নিহত হয়।

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে দুইজন সংসদ সদস্য পদত্যাগ করে এবং ছাত্ররা দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয়। প্রত্যক্ষদর্শী এবং বিদ্রোহীরা জানায়, দামাস্কাসের আশেপাশে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কতজনকে ধরা হয়েছে তারা তা জানাতে পারেনি।

সিরিয়ায় মানবাধিকারের পর্যবেক্ষকরা বলছেন, সরকার জরুরি অবস্থা তোলার ঘোষণাকে দীর্ঘায়িত করে দমনপাীড়ন চালিয়ে যাচ্ছে।     

সিরিয়ায় চলমান সহিংসতা এবং দমন পীড়ন বন্ধের আহবান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দেশটিতে সহিংস পরিস্থিতি তৈরি করতে ইরান সাহায্য করছে বলেও অভিযোগ করেন তিনি।

ইইউ-এর পররাষ্ট্রবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটন সহিংতা বন্ধের আহবান জানিয়েছেন। আর সিরিয়ার মিত্র রাশিয়া দামাস্কাসের প্রতি রাজনৈতিক সংস্কারের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।