বেইজিং: চীনের রাজধানী বেইজিংয়ের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৭ জনের প্রাণহানী ঘটেছে। আহত হয়েছে আরো ২৪ জন।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, স্থানীয় সময় দুপুর একটার দিকে রাজধানীর দক্ষিণে ডাকসিং জেলায় ৪ তলা ভবনে আগুন লাগে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে দমকল বাহিনী আগুন নেভাতে সক্ষম হয়। ভবনটিতে অগ্নি নির্বাপণ ও জরুরি নির্গমন পথ না থাকায় এ হতহাতের ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
জেলার জিওগঙ্গ শহরে অবস্থিত ভবনটি অবৈধভাবে তৈরি করা হয়েছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা চিনহুয়া। আগুনের সূত্রপাত হয়েছে ওই ভবনের নিচতলায় অবস্থিত গার্মেন্টস কারখানা থেকে এবং কারখানাটির রেজিস্ট্রেশন নেই বলেও জানায় চিনহুয়া।
রাষ্ট্রনিয়ন্ত্রীত চাইনা সেন্ট্রাল টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, ভবনটিতে এখনো থেমে থেমে আগুন জ্বলছে।
সেখানকার একজন নারী কর্মকর্তা এএফপিকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি সঠিক সংখ্যা জানাতে পারেন নি।
কর্তৃপক্ষ বলছে, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্র হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, চীনের বেশিরভাগ ভবন ও কারখানায় অগ্নি নির্বাপণ ও জরুরি নির্গমন ব্যবস্থা না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।
গত বছরের নভেম্বরে সাংহাইয়ের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৫৮ জনের মর্মান্তিক মৃত্যু ঘটে।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১১