ঢাকা, শুক্রবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

কান্দাহারে সুড়ঙ্গ খুঁড়ে জঙ্গিসহ ৫০০ কারাবন্দির পলায়ন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৩, এপ্রিল ২৫, ২০১১
কান্দাহারে সুড়ঙ্গ খুঁড়ে জঙ্গিসহ ৫০০ কারাবন্দির পলায়ন

কাবুল: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের একটি কয়েদখানা থেকে তালেবান জঙ্গিসহ ৫০০ বন্দি পালিয়ে গেছে। জেলখানার নিচ দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে বন্দিরা পালিয়ে গেছে।

সোমবার কর্মকর্তারা এ তথ্য জানান। খবর এএফপির।

জেলখানার পরিচালক জেনারেল গোলাম দস্তগির মায়ার জানান, দক্ষিণ দিক থেকে জেলখানা পর্যন্ত কয়েকশ মিটার দীর্ঘ একটি সুড়ঙ্গপথে গত রাতে ৪৭৬ জন রাজনৈতিক বন্দি পালিয়ে গেছে।

কান্দাহারের ভারপ্রাপ্ত পুলিশ প্রধান শের শাহ ইউসুফজাই এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গত রাতে জেলখানা ভেঙে কিছু সংখ্যক রাজনৈতিক বন্দি পালিয়ে গেছে।

তালেবানের মুখপাত্র ইউসুফ আহমাদি দাবি করেন, জেল ভেঙে বেরিয়ে যাওয়ার পেছনে ইসলামি যোদ্ধাদের ভূমিকা রয়েছে। তিনি বলেন, বন্দিরা ৩৬০ মিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ তৈরি করেছে।

গত রাত ১১টার দিকে তারা তারা বের হওয়া শুরু করে। সোমবার সকাল পর্যন্ত ৫৪১ জন বন্দি এ পথে পালিয়ে যেতে সক্ষম হয় বলে তিনি জানান।

তিনি আরো জানান, সবাই নিরাপদেই বেরিয়ে আসতে পেরেছে। পালিয়ে যাওয়া বন্দিেেদর মধ্যে ১০৬ জন তালেবান যোদ্ধা রয়েছে বলে দাবি করেন আহমাদি।

তবে, তালেবানরা সবসময়ই তাদের কর্মকা- অতিরিঞ্জিত করে উপস্থাপন করে বলে এ তথ্যের ওপর খুব একটা ভরসা করা যাচ্ছে না।

জেল ভেঙে বন্দিদের পালিয়ে যাওয়ার ঘটনা আফগানিস্তানে এটিই প্রথম নয়। তিন বছর আগে কান্দাহারে একটি জেলখানা ভেঙে বন্দি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল।

২০০৮ সালে ওই জেলখানার সামনের গেটে তালেবানরা ট্রাক বোমা হামলা চালালে সহস্রাধিক বন্দি পালিয়ে যায়। এদের মধ্যে তালেবান জঙ্গিরাও ছিল।

কান্দাহারের প্রাদেশিক সরকারের কার্যালয় থেকে দাবি করা হচ্ছে, কয়েকজন বন্দিকে আবার ধরে জেলে ঢোকানো হয়েছে। তবে কোনো সঠিক সংখ্যা তারা উল্লেখ করেননি। বাকিদের ধরতে অভিযান চলছে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।