ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আমূল সংস্কারের দাবি মরক্কোর বিক্ষোভকারীদের

আর্ন্তজাতকি ডস্কে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১১
আমূল সংস্কারের দাবি মরক্কোর বিক্ষোভকারীদের

কাসাব্লাঙ্কা: আরব বিশ্বের পরিবর্তনের হাওয়া ছড়িয়ে পড়ছে একের পর এক দেশে। এরই ধারাবাহিকতায় এবার মরক্কোতে শুরু হয়েছে সরকার বিরোধী আন্দোলন।

বিক্ষোভকারীরা দেশে আমূল রাজনৈতিক সংস্কারের দাবি জানিয়েছে। খবর সিএনএনের।

মরক্কো জুড়ে তরুণ ছাত্রসমাজ রোববার সরকারের আগামী জুন মাসে প্রণয়ন করতে যাওয়া নতুন সংবিধানের বিরোধিতা করে বিক্ষোভ করেছে। তারা দেশটিতে সরকার ব্যবস্থার আমুল পরিবর্তনের দাবি জানায়।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের মাধ্যমে বিক্ষোভকারীরা সরকার বিরোধী আন্দোলনের জন্য সংঘবদ্ধ হয়েছে।

চলতি বছরের জুন মাসে মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মেদ নতুন সংবিধান অনুমোদন করবেন। তবে সাধারণ জনগণ অভিযোগ করেছে, বাদশাহর নিজস্ব জনবল দিয়ে এই সংবিধান প্রণয়ন করা হয়েছে। এর মধ্যে জনগণের আশা আকাক্সক্ষার কোনো প্রতিফলন ঘটেনি।

চিকিৎসা বিজ্ঞানের ছাত্রী মরিয়ম বার্তাসংস্থা সিএনএনকে বলেন, ‘আমরা আর বাদশাহর গালভরা বুলিতে বিশ্বাস করি না। তার এসব আস্ফালন শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে গেছি। ’

বাংলাদেশ সময়: ১৪২৯, এপ্রিল ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।