ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উইকিলিকস

গুয়ান্তানামোর বেশিরভাগ বন্দি ভয়ংকর নয়: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১১
গুয়ান্তানামোর বেশিরভাগ বন্দি ভয়ংকর নয়: যুক্তরাষ্ট্র

লন্ডন: কুখ্যাত গুয়ান্তানামো বে করাগারে বন্দিদের বেশিরভাগই নির্দোষ অথবা গুরুতর অপরাধী নয় বলে বিশ্বাস করে স্বয়ং যুক্তরাষ্ট্র। সম্প্রতি এমন তথ্য প্রকাশ করেছে সাড়া জাগানো ভিন্নধারার গণমাধ্যম উইকিলিকস।



এসংক্রান্ত গোপন নথিগুলো যুক্তরাষ্ট্র ও ইউরোপের একাধিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে ওই বন্দিশালায় এ যাবৎ বিভিন্ন সময় আটক ৭৮০ বন্দির বিষয়ে বিশ্লেষণ তুলে ধরা হয়েছে।

এদিকে, হোয়াইট হাউজ এ তথ্য ফাঁসের তীব্র নিন্দা জানিয়েছে।

বিশ্লেষণে দেখানো হয়েছে, বন্দিদের মধ্যে প্রায় ২২০ জনকে ভয়ঙ্কর সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু বাকিদের মধ্যে ১৫০ জনই নিরপরাধ আফগান ও পাকিস্তানি নাগরিক। অন্য ৩৮০ জনকে নিম্ন পর্যায়ের পদাতিক সেনা হিসেবে বিবেচনা করা হয়েছে।

কিউবায় অবস্থিত এ যুক্তরাষ্ট্রের কয়েদখানায় বর্তমানে ১৮০ জন বন্দি রয়েছে।

নথিতে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় জঙ্গিহামলার নতুন ষড়যন্ত্রের তথ্য বেরিয়ে এসেছে। বন্দিদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসা ষড়যন্ত্রের মধ্যে অন্যতম একটি হচ্ছে- ইউরোপের কোনো গোপন স্থানে একটি পরমাণু অস্ত্র রাখা আছে। আলকায়েদা প্রধান ওসামা বিন লাদেন যদি গ্রেপ্তার হন তাহলে এর বিস্ফোরণ ঘটনো হবে।

আরেকটি ষড়যন্ত্র হলো- যুক্তরাষ্ট্রের সরকারি ভবনগুলোর শীততাপ যন্ত্রের মধ্যে বিষাক্ত সায়ানাইড ঢুকিয়ে দেওয়া হবে। এছাড়া লন্ডনের হিথ্রো বিমানবন্দরে শ্রমিক নিয়োগের সময় নিজেদের লোক ঢোকানোর ষড়যন্ত্র করে আলকায়েদা।

বিভিন্ন পত্রিকার মধ্যে লন্ডনভিত্তিক গার্ডিয়ানে প্রকাশিত নথিতে উল্লেখ করা হয়েছে, গুয়ান্তানামোতে এ পর্যন্ত আটক রাখা বন্দিদের মধ্যে ২২০ জনকে ভয়ঙ্কর সন্ত্রাসী হিসেবে বিবেচনা করেন মার্কিন সামরিক বিশ্লেষকরা। অন্য ৩৮০ জন সাধারণ সেনা যারা অন্যস্থান থেকে আফগানিস্তানে আসে অথবা তালেবানের একটি অংশ ছিল।

আর কমপক্ষে ১৫০ জন ছিলো যারা আফগানিস্তান ও পাকিস্তানের নিরপরাধ মানুষ। যাদের মধ্যে গাড়িচালক, কৃষক এবং বাবুর্চির পেশায় জড়িত লোকেরা রয়েছেন। যুদ্ধক্ষেত্রে গোয়েন্দা অভিযানে ভুলক্রমে এদের ধরা হয়।

ভুল তথ্যের ভিত্তিতে অথবা ভুল সময়ে ভুল জায়গায় থাকার কারণে দুর্ভাগ্যবশত আটক এসব নিরপরাধ লোক বছরের পর বছর বিনা বিচারে আটক রয়েছে।

এদিকে, এ তথ্য ফাঁসের বিষয়টি দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছে পেন্টাগন। তারা এ মূল্যায়নকে অসম্পূর্ণ এবং পুরনো ব্যাপার বলে সমালোচনা করেছে।

গত বছর উইকিলিকস প্রকাশিত বিপুল পরিমাণ গোপন দলিলের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৭৭৯টি নথি প্রকাশ করা হয়েছে।

ক্ষমতা নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষণা দিয়েছিলেন, এক বছরের মধ্যে তিনি গুয়ান্তানামো বে বন্দিশিবির বন্ধ করে দেবেন। ২০০৯ সালের জানুয়ারিতে তিনি এ ঘোষণা দেন।

এরপর এ বছরের মার্চে তিনি আবার ঘোষণা দেন বন্দিদের বিরুদ্ধে নতুন সামরিক বিচারের দুই বছরের স্থগিতাদেশ প্রত্যাহার করছেন তিনি। তবে হোয়াইট হাউজ বলছে, গুয়ান্তানামো বে বন্ধে প্রেসিডেন্ট এখনো প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।