ঢাকা, শুক্রবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫১, এপ্রিল ২৫, ২০১১
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

জাকার্তা: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে সোমবার সকালে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর স্থানীয় বাসিন্দা ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।



যুক্তরাষ্ট্রের ভূমিকম্প জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপের কেন্দারি শহরের ৭৫ কিলোমিটার দক্ষিণপূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ৯ কিলোমিটার।

কেন্দারি শহরের একজন কর্মকর্তা জানান, ভূমিকম্পের ফলে বেশ কিছু বাড়িঘরের ক্ষতি হয়েছে। দেয়ালে ফাটল ধরেছে। বেশ কয়েকজন আহত হওয়ার খবরও নিশ্চিত করেন তিনি।

ইন্দোনেশিয়া মারাত্মক ভূমিকম্পের ঝুঁকিপ্রবণ অঞ্চলে অবস্থিত। এর আগে ২০০৪ সালের সুনামিতে দেশটির ২ লাখ ৩০ হাজার মানুষ নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৬, এপ্রিল ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।