ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় যাচ্ছেন জিমি কার্টার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১১
উত্তর কোরিয়ায় যাচ্ছেন জিমি কার্টার

বেইজিং: সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। চলতি সপ্তাহে তিনি দেশটির প্রধান নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন।

খবর এএফপির।

জিমি কার্টারের সফরের লক্ষ্য, দেশটিতে তীব্র খাদ্যসংকট পর্যবেক্ষণ এবং পরমাণু নিরস্ত্রীকরণ সংলাপ পুনরায় শুরু করার ব্যাপারে আলোচনা করা।

কার্টারের তিন দিনের সফরে তার সফর সঙ্গী হিসেবে থাকবেন ফিনল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মার্টি আটিসারি, নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী গ্রো ব্রুন্টল্যান্ড, সাবেক আইরিশ প্রেসিডেন্ট মেরি রবিনসন। এর ব্যক্তি এলডার্স নামের সংগঠনের সদস্য। এর প্রতিষ্ঠা করেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা।

সফরের ব্যাপারে কার্টার বলেন, ‘এলডার্সের সদস্যরা উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল এবং তার উত্তরসূরি কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। ’ তবে বিষয়টি তিনি নিশ্চিত করেননি।

মঙ্গলবার বেইজিং ত্যাগ করার আগে পিয়ংইয়ং যাত্রার প্রাক্কালে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ এ খবর প্রকাশ করে।

কার্টার ১৯৭৭ থেকে ৮১ সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট ব্যক্তিগত উদ্যোগে এ পর্যন্ত মোট দুবার উত্তর কোরিয়া সফর করেছেন।

কার্টার জানান, উত্তর কোরিয়ার শীর্ষ নেতাদের আমন্ত্রণেই কার্টার এবার দেশটি সফর করছেন। কিন্তু কোন শীর্ষ নেতার আমন্ত্রণে তিনি এই সফর করছেন তা জানাতে অপারগতা প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।