দামাস্কাস: সামরিক ট্যাঙ্ক থেকে সেনাদের ছোড়া গুলিতে সিরিয়ায় বিক্ষোভকারীদের ঘাঁটি দারায় সোমবার কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা এ খবর জানিয়েছে।
একজন প্রথম সারির মানবাধিকার কর্মী বিদ্রোহীদের উপর এই সেনা হামলার নিন্দা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সেনারা দামাস্কাসের কাছে ডুমা এবং আল-মুয়াদামিয়ায় ও হামলা চালায়।
জাতিসংঘ মানবাধিকার এজেন্সির কর্মকর্তা আম্মান জানান, সিরিয়া সোমবার জর্দানের সঙ্গে তার সীমান্ত বন্ধ করে দিয়েছে। যদিও একজন শীর্ষ শুল্ক কর্মকর্তা তা নাকচ করে দিয়েছে।
একজন মানবাধিকার কর্মী আবদুল আবাজিদ দারা থেকে টেলিফোনে এএফপিকে জানান, সিরিয়ার সেনাবাহিনী সোমবার জর্দান সীমান্তের কাছে ব্যাপক গোয়েন্দা হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে।
তিনি বলেন, রাস্তায় এখনো অনেক মৃতদেহ এবরোথেবড়ো পড়ে আছে। তিনি যখন ফোনে এই তথ্য জানান, তখন পেছন থেকে গোলাগুলির এবং বি¯েফারণের শব্দ শোনা যাচ্ছিল।
মানবাধিকার কর্মীরা জানায়, সকাল থেকে শহরজুড়ে ৩,০০০ সেনা মোতায়ন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৩ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১১