ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় ব্যবসায়ী নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১১

ওয়াশিংটন: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতার জন্য যাদের দায়ী বলে মনে করা হচ্ছে তাদের ক্ষেত্রে এ অবরোধ কার্যকর করা হবে।

যুক্তরাষ্ট্র ভিত্তিক দ্য ওয়াল স্ট্রিট জার্নাল সোমবার এমন প্রতিবেদন প্রকাশ করেছে। খবর এএফপির।

নাম গোপন করে একজন কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটিতে বলা হয়েছে, প্রেসিডেন্টের ঘনিষ্ঠ এ কর্মকর্তাদের সম্পত্তি বাজেয়াপ্ত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সব ধরনের বাণিজ্যিক কর্মকা- নিষিদ্ধ করতে ওবামা প্রশাসন একটি খসড়া নির্দেশনামা প্রস্তুত করছে।

দেশটিতে রোববারের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৪ জন নিহত এবং সারা দেশে গ্রেপ্তার অভিযানের পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত আসার খবর পাওয়া গেল।

বিক্ষোভকারীদের পক্ষ থেকে দাবি করা হয়, গত দুই দিনের সহিংসতায় কমপক্ষে ১২০ জন লোক নিহত হয়েছে।

তবে সাময়িকী বলছে, সিরিয়ার এই কর্মকর্তাদের বিরুদ্ধে ওয়াশিংটনের এই একপাক্ষিক অবরোধ আসাদ সরকারের অভ্যন্তরীণ চক্রে সরাসরি কোনো বিরুপ প্রভাব ফেলবে না। কারণ বেশিরভাগ কর্মকর্তাদের খুব কম পরিমাণ সম্পদ যুক্তরাষ্ট্রে রয়েছে।

তবে ইউরোপের একাধিক দেশে আসাদের অনেক গুরুত্বপূর্ণ সম্পত্তি রয়েছে বলে মনে করা হয়। ওয়াশিংটনের এ উদ্যোগ তাদের ওপরও একটা চাপ সৃষ্টি করবে বলে মন্তব্য করা হয়েছে প্রতিবেদনে।

যুক্তরাষ্ট্রের এ আইনি নির্দেশনামা মার্কিন রাজস্ব বিভাগ আগামী সপ্তাহে চূড়ান্ত করবে বলে ধারণা করা হচ্ছে।

বাংরাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।