ঢাকা, শুক্রবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে বাসে বোমা হামলা নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১০, এপ্রিল ২৬, ২০১১
পাকিস্তানে বাসে বোমা হামলা নিহত ১৬

করাচি: পাকিস্তানের বন্দর নগরী করাচিতে মঙ্গলবার নৌবাহিনীর বাস লক্ষ্য করে জোড়া বোমা হামলায় কমপক্ষে ৩ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। এছাড়াও সোমবার রাতে যাত্রীবাহী বাসে বন্দুকধারীরা হামলা চালালে ১৩ জন নিহত হয়।

একজন কর্মকর্তা এ তথ্য জানান। খবর এএফপির।

বাস দুটি নৌবাহিনীর সদস্যদের নিয়ে বালদিয়া থেকে পাশ্ববর্তী শহরে যাওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে।

প্রাদেশিক কর্মকর্তা সারফুদ্দিন মেনন বার্তা সংস্থা এএফপিকে হামলায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।

আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে সোমবার রাতে বেলুচিস্তানে একটি যাত্রীবাহী বাসে বন্দুকধারীরা হামলা চালায়। এসময় কমপক্ষে ১৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।



বাংলাদেশ সময়: ১১০৩, এপ্রিল ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।