ঢাকা, শুক্রবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মুম্বাই হামলায় আরও ৪ পাকিস্তানি অভিযুক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৩, এপ্রিল ২৬, ২০১১
মুম্বাই হামলায় আরও ৪ পাকিস্তানি অভিযুক্ত

শিকাগো: ভারতে ২০০৮ সালে মুম্বাই হামলার ঘটনায় আরও চারজনকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। খবর সিফির।



একই মামলায় ২৬ নভেম্বরের ওই হামলায় সহায়তা করার অভিযোগে এরইমধ্যে পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক তাহাব্বুর রানাকে অভিযুক্ত করা হয়েছে। আগামী ১৬ মে তার মামলার শুনানি অনুষ্ঠিত হবে। আরেক মার্কিন নাগরিক ডেভিড কোলম্যান হেডলির বিরুদ্ধেও মুম্বাই হামলার ঘটনায় রয়েছে। হেডলিকে মুম্বাই হামলার মূল হোতা বিবেচনা করা হয়।

সোমবার শিকাগোর ডিস্ট্রিক্ট জজ আদালত চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অভিযুক্ত চারজনই লস্কর-ই-তইয়েবার সদস্য। তারা হলেন, সাজিদ মির, আবু কাহাফা, মাজহার ইকবাল ও মেজর ইকবাল। তাদের বিরুদ্ধে ভারতের পাবলিক স্থানে হত্যা ও পঙ্গু করার অভিযোগ আনা হয়েছে। এদের মধ্যে সাজিদ মির, আবু কাহাফা ও মাজহার ইকবালের বোমা হামলার ষড়যন্ত্র করারও অভিযোগ আনা হয়েছে।

অভিযোগপত্রে রয়েছে আছে, হামলাকারীরা টেলিফোনে মাজহার ইকবাল, সাজিদ মির ও আবু কাহাফার সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন। তারা সবাই তখন পাকিস্তানে অবস্থান করছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১০, এপ্রিল ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।