আরকানসা: যুক্তরাষ্ট্রের আরকানসা অঙ্গরাজ্যে সোমবার আঘাত হানা ঘূর্ণিঝড়ে পাঁচজন নিহত হয়েছে। ঘূর্ণিঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে ঝড়ের তা-বে বিদ্যুৎ ব্যবস্থার চরম অবনতি হয়েছে। ১৫ হাজার ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ঘূর্ণিঝড়ের পর আরকানসার গভর্নর অঙ্গরাজ্যে সোমবার রাতে জরুরি অবস্থা জারি করেছেন।
ঝড়টি বিমান বাহিনীর একটি ঘাঁটিতেও আঘাত হানে বলে একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন। আরকানসায় ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরবরাহের জন্য পার্শ¦বর্তী অঙ্গরাজ্যসমুহের কাছে সহায়তা চাওয়া হয়েছে।
এদিকে, প্রত্যক্ষদর্শীরা মঙ্গলবার জানিয়েছে, ভারীবর্ষণে অঙ্গরাজ্যের বিস্তৃত অঞ্চল প্লাবিত হয়ে পড়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪৩, এপ্রিল ২৬, ২০১১