ঢাকা, শুক্রবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের আরকানসায় ঘূর্ণিঝড়ে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৬, এপ্রিল ২৬, ২০১১
যুক্তরাষ্ট্রের আরকানসায় ঘূর্ণিঝড়ে নিহত ৫

আরকানসা: যুক্তরাষ্ট্রের আরকানসা অঙ্গরাজ্যে সোমবার আঘাত হানা ঘূর্ণিঝড়ে পাঁচজন নিহত হয়েছে। ঘূর্ণিঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

খবর এএফপির।

অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে ঝড়ের তা-বে বিদ্যুৎ ব্যবস্থার চরম অবনতি হয়েছে। ১৫ হাজার ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ঘূর্ণিঝড়ের পর আরকানসার গভর্নর অঙ্গরাজ্যে সোমবার রাতে জরুরি অবস্থা জারি করেছেন।

ঝড়টি বিমান বাহিনীর একটি ঘাঁটিতেও আঘাত হানে বলে একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন। আরকানসায় ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরবরাহের জন্য পার্শ¦বর্তী অঙ্গরাজ্যসমুহের কাছে সহায়তা চাওয়া হয়েছে।

এদিকে, প্রত্যক্ষদর্শীরা মঙ্গলবার জানিয়েছে, ভারীবর্ষণে অঙ্গরাজ্যের বিস্তৃত অঞ্চল প্লাবিত হয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৩, এপ্রিল ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।