লন্ডন: সিরিয়া প্রশ্নে গভীরভাবে দ্বিধাবিভক্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সম্প্রতি দেশটির বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাবে একমত হতে ব্যর্থ হয়েছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকারের নির্বিচার দমন নীপিড়নের অভিযোগে নিন্দা প্রস্তাবটি উত্থাপন করেছে ইউরোপীয় ইউনিয়ন।
ফ্রান্স, ব্রিটেন, জার্মানি এবং পর্তুগাল নিন্দা প্রস্তাবের খসরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বুধবার পেশ করে। তবে পরিষদের ১৫ সদস্যের মধ্যে অনেকেই এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
এর আগে বুধবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত ৫টি দেশ ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, ইতালি এবং স্পেন যৌথভাবে সিরিয়ার রাষ্ট্রদূতদের ডেকে দামাস্কাস সহিংতার নিন্দা জানায়।
এর মধ্যে রাশিয়া জোর দিয়ে বলছে, আন্তর্জাতিক শান্তির জন্য সিরিয়া কোনো হুমকি নয়।
অপর দিকে সংকট নিরসণে চীন এবং ভারত রাজনৈতিক সংলাপ এবং শান্তিপূর্ণ সমঝোতার আহ্বান জানিয়েছে।
জাতিসংঘের রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার প্যানকিন বলেন, সিরিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতিতে বাইরের হস্তক্ষেপই প্রকৃতপক্ষে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করবে। সমস্যা সমাধানে বাইরে থেকে চাপ দেওয়া অথবা কোনো পক্ষ অবলম্বন এ সমস্যাকে আরো ঘনীভূত করবে।
গত প্রায় ছয় সপ্তাহ আগে দেশটিতে গণতন্ত্রকামীদের বিক্ষোভে সরকারি বাহিনীর হামলায় ৪৫০ জনেরও বেশি লোকের প্রাণহানী ঘটেছে।
প্রসঙ্গত, লিবিয়ায় গাদ্দাফি সরকারের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ স্বপ্রণোদিত হয়ে সামরিক হামলা চালাতে একমত হলেও সিরিয়া বা অন্য আরব দেশগুলোর ক্ষেত্রে তাদের তেমন কোনো উদ্যোগ চোখে পড়ছে না।
বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১১